বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন গিবস
প্রকাশিতঃ 4:56 pm | August 13, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবসের মতে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট থাকবে তিনটি দেশ। সেই তিনটি দেশ হলো পাকিস্তান, ভারত ও ইংল্যান্ড। একইসঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কার সম্ভাবনার কথাও বলেছেন গিবস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। অতিথিদের ৪-১ ব্যবধানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুবরা। এই বিষয়টা মাথায় রেখেছেন গিবস।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলংকা যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে। বিষয়টি আসলে বিশ্বকাপের কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে।
৪৭ বছর বয়সি এ সাবেক তারকা আরো বলেন, পাকিস্তান দল তো আনপ্রেডিক্টেবল সবসময়ই। একটা বড় একটা প্রভাবক। তবে ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।
তিনি আরও বলেন, বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড)- এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।
কালের আলো/আরএস/এমএইচএস