সাকিব ছাড়া যে রেকর্ড আর কারো নেই

প্রকাশিতঃ 9:20 pm | August 09, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।

সোমবার (৯ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্য়াস্টন টার্নারের উইকেট শিকারের মধ্য দিয়ে নতুন এই রেকর্ড গড়েন সাকিব।

বাংলাদেশ সেরা এ অলরাউন্ডার টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ৯টি ফিফটির সাহায্যে ১৭১৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে বাঁ-হাতি িস্পিনে শিকার করেন ১০০ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৫৭ ম্যাচে ৫৯২ উইকেটে শিকার করেন সাকিব আল হাসান।

কালের আলো/টিআরকে/এসআইএল