এবারও ঈদ জামাত হচ্ছে না শোলাকিয়ায়

প্রকাশিতঃ 10:49 pm | July 15, 2021

কালের আলো সংবাদদাতা:

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না। করোনার মহামারির কারণে শোলাকিয়ার ১৯৪তম এ জামাত বাতিল করা হয়েছে। এছাড়া জেলার কোথাও খালি মাঠে বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত না করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটি অনলাইনে মিটিং করে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্ব করেন। ওই সভায় এ সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। বর্তমানে করোনার ভয়াবহতাও দিন দিন বাড়ছে। তাই নিরাপত্তার কথা বিবেচনা করে এখানে এবারের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না।

জেলা প্রশাসক বলেন, ‘মসজিদেও ঈদুল আজহার জামাত বড় পরিসরে হবে না। শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও বহুতল আবাসিক ভবনের ছাদে যেন ভবনের সবাই মিলে জামাত করেন সে বিষয়েও আমরা উদ্বুদ্ধ করছি।’

প্রসঙ্গত, শোলাকিয়া মাঠে করোনাভাইরাসের কারণে ঈদুল ফিতরের জামাতও অনুষ্ঠিত হয়নি। দেশের বৃহত্তম ঈদের জামাতের জন্য এই মাঠের খ্যাতি রয়েছে।

কালের আলো/ডিএসবি/এমএম