গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে: আসিফ মাহমুদ

প্রকাশিতঃ 7:28 pm | July 17, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে। এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে।’

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ আয়োজনে ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ, নীতি ও ইকোসিস্টেম’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, তারা লক্ষ করেছেন, সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসী গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছিল।

আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা কখনোই এ ধরনের পরিস্থিতি প্রত্যাশা করি না। আমরা চাই, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম চলবে। এটাই আমাদের প্রত্যাশা।’

আওয়ামী লীগের নৌকা প্রতীক রাখা নিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘এটা দুঃখজনক, জুলাই গণ-অভ্যুত্থানের পর আবার এই জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, এটা নিয়ে কথা উঠছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, তা নিয়ে কথা বলতে হচ্ছে।’

আসিফ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ যেই মার্কাটি ব্যবহার করে তিন দফায় দেশের কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছে, সেই মার্কাটি রাখাটা জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।’

কালের আলো/এসএক