মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ে গ্রেপ্তার ৫ জন রিমান্ডে
প্রকাশিতঃ 5:53 pm | June 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকার মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় পাঁচ আসামিকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৮ জুন) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
রিমান্ডের আদেশ পাওয়া আসামিরা হলেন-মোস্তাফিজুর রহমান (৪০), সৈকত হোসেন (৫২), মো. সোহাগ হাসান (৩৪), জলিল মোল্লা (৫২) এবং পলাশ আহমেদ (২৬)।
মিরপুর মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল এ তথ্য জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের এসআই নাজমুল হোসেন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী আকবর হোসেন তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ২৭ মে মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে ডাকাতির এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান। তিনি মিরপুর-১০ নম্বরে মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন।
গত ১৬ জুন পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমানকে তার বাসা থেকে ৩ লাখ টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ। একই দিনে বরিশালে মুলাদী থেকে সৈকত হোসেনকে ২ লাখ ৪ হাজার টাকা ও মোটর সাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৭ জুন যশোরের কোতয়ালী থেকে গ্রেপ্তার হন সোহাগ হাসান। আর আশুলিয়া ও ময়মনসিংহ থেকে জলিল ও পলাশ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
কালের আলো/এমডিএইচ