বিসিএল ফাইনালে মিঠুনের ডাবল সেঞ্চুরি

প্রকাশিতঃ 5:29 pm | January 04, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ওপেনিংয়ে নেমে প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটার মোহাম্মদ মিঠুন। বিসিবি সাউথ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের হয়ে এ মাইলফলকে ছুঁলেন তিনি।

২৮৭ বলে ২৭ চার ও ৩টি ছয়ের মারে এই মাইলফলক স্পর্শ করেন মিঠুন। দিন শুরু করেছিলেন ১০২ রানে অপরাজিত থেকে। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে মিঠুনের সর্বোচ্চ ছিল ১৮৬ রান। চলতি বিসিএলের প্রথম ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে খেলেছিলেন ১৭৬ রানের ইনিংস। ইনিংসের ১০০তম ওভারের তৃতীয় বলে মিড অনের দিকে ঠেলে দিয়েই কুইক সিঙ্গেল নিয়ে ২০০তম রান পূরণ করেন মিঠুন।

আগের দিন করা ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল মধ্যাঞ্চল। দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নেন শুভাগত। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার ১৫তম সেঞ্চুরি। তবে তিন অঙ্ক ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি শুভাগত। ইনিংসের ৮০তম ওভারে শেখ মেহেদি হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পরে থামে তার ২১৯ বলে ১২ চারের মারে খেলা ১১৬ রানের ইনিংসটি।

অধিনায়ক ফিরে গেলেও জাকের আলি অনিককে নিয়ে খেলতে থাকেন মিঠুন। ইনিংসের ১০০তম ওভারে গিয়ে পূরণ করেন ডাবল সেঞ্চুরি। জাকের আলি ব্যক্তিগত ফিফটি পূর্ণ করার পর আউট হন ৫৩ রানে। এছাড়া রবিউল হক করেছেন ৩৪ রান।

এখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণাঞ্চল। এই প্রতিবেদ লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে দলটি।

কালের আলো/এমএএইচ/কেবিসি