দারুণ ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ
প্রকাশিতঃ 12:00 pm | January 03, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
চলমান মাউন্ট মঙ্গানুই টেস্ট বাদ দিলে নিউজিল্যান্ডে এমন দিন খুব কমই এসেছে বাংলাদেশের। কিউই কঠিন কন্ডিশনে সুন্দর সমাপ্তিতে তৃপ্তির ঢেকুর তুলে ড্রেসিং রুমে ফেরার উপলক্ষ সফরকারী যেকোনও দলের জন্যই আসলে ‘বিশেষ’। এবারের সফরে গিয়ে প্রথম টেস্টের তিন দিনেই বলতে গেলে সেই উপলক্ষ পেয়েছে বাংলাদেশ। যে ব্যাটিং সবচেয়ে দুশ্চিন্তায় জায়গা ছিল, সেখানেই বাজিমাত মুমিনুল হকদের। নিউজিল্যান্ডের রান টপকে লিড নেওয়া, নতুন বছরে সত্যিই নতুনভাবে ধরা দিচ্ছে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স।
সোমবার (০৩ জানুয়ারি) মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৪০০ ছাড়িয়েছে। দিনশেষে সফরকারীদের সংগ্রহ ১৫৬ ওভারে ৬ উইকেটে ৪০১ রান। ফলে কিউইদের ৩২৮ রান টপকে মুমিনুলরা পেয়েছে ৭৩ রানের লিড।
এর আগে দিন শেষে উইকেটে ২০ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। তাঁর সঙ্গে ১১ রানে ব্যাট করছিলেন ইয়াসির আলী রাব্বি।।
লে ওভালে ১৫৩ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। তবে, শুরুটা ভালো হয়নি। দিনের তৃতীয় ওভারেই থিতু হয়ে যাওয়া মাহমুদুলকে হারায় বাংলাদেশ। নিল ওয়্যাগনারের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে তাড়া করতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দেন তিনি। ২২৮ বল খেলে ৭৮ রান করে থামলেন মাহমুদুল। দেশের বাইরে নিজের প্রথম টেস্ট ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটার আর এত বেশি বল খেলতে পারেননি।
এরপর কিছুক্ষণ মুমিনুলকে সঙ্গ দেন মুশফিক। দুজনের মন্থর ব্যাটিংয়ে শুরুটা পার করে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ১৪ ওভারে বাংলাদেশ নিতে পারে ১৯ রান। কিন্তু, এ জুটি পুরো সেশন স্থায়ী হলো না। বোলিংয়ে এসে এ জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। বাঁ-হাতি পেসারের রাউন্ড দ্য উইকেটে করা বলে বোল্ড হন মুশফিক। ৫৩ বল খেলে ১২ রান করেন তিনি।
জোড়া উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে, সে চাপ ভালোভাবেই সামলান মুমিনুল ও লিটন দাস। উইকেটে এসেই বেশ আত্মবিশ্বাসী ব্যাটিং করেন লিটন। দুই ব্যাটারে চড়ে দ্বিতীয় সেশনে দারুণভাবে পার করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে দুজন মিলে স্কোরবোর্ডে ২৬ ওভারে যোগ করেন ৮৭ রান। এ সেশনেই হাফসেঞ্চুরি পেয়ে যান লিটন-মুমিনুল।
তবে, খুব ধীর গতির ব্যাটিং করেন মুমিনুল। ১৪৭ বলে হাফসেঞ্চুরিতে পা রাখেন বাংলাদেশ অধিনায়ক। যেটা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির হাফসেঞ্চুরি। তবে, দুজনের জুটিতে নিউজিল্যান্ডকে টপকে লিডের দেখা পেয়ে যায় বাংলাদেশ। লিড এনে দিয়ে দুজনই হাঁটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু, সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হলো দুজনকেই।
শেষ সেশনে বোল্টের এলবির ফাঁদে পড়ে ৮৮ রানে সাজঘরে ফেরেন মুমিনুল। এ রান তুলতে তিনি খেলেন ২৪৪ বল, উইকেটে ছিলেন ৩৭০ মিনিট। খেলেছেন ১২টি বাউন্ডারি। তাঁর বিদায়ে ভাঙে ১৫৮ রানের জুটি। মুমিনুল ফেরার সঙ্গে আত্মবিশ্বাসে চিড় ধরে লিটনেরও। তিনিও ফিরে যান ৮৬ রানে। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি বাউন্ডারি দিয়ে।
লিটন-মুমিনুলের বিদায়ের পর দিনের বাকি অংশে আর উইকেট পড়তে দেননি ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে চড়ে দিনের বাকি অংশ পার করে বাংলাদেশ।
স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ১০৮.১ ওভারে ৩২৮ (ল্যাথাম ১, ইয়ং ৫২, কনওয়ে ১২২, টেইলর ৩১, টম ব্লান্ডেল ১১, নিকোলস ৭৫, রাচিন ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়্যাগনার ০, বোল্ট ৯*; তাসকিন ২৬-৭-৭৭-০, শরিফুল ২৬-৭-৬৯-৩, ইবাদত ১৮-৩-৭৫-১, মিরাজ ৩২-৯-৮৬-৩, শান্ত ২-০-১০-০, মুমিনুল ৪.১-০-৬-২)।
বাংলাদেশ প্রথম ইনিংস : (আগের দিন ১৭৫/২) ৪০১/৬ (সাদমান ২২, মাহমুদুল ৭৮, শান্ত ৬৪, মুমিনুল ৮৮, মুশফিক ১২, লিটন ৮৬, ইয়াসির ১১, মিরাজ ২০; সাউদি ৩২-৪-৯৪-০, বোল্ট ৩০-১১-৬১-৩, জেমিসন ৩০-৯-৭২-০, ওয়্যাগনার ৩৮-৯-৯৮-৩, রবীন্দ্র ২৬-৪-৬৪-০)।
কালের আলো/ডিএসবি/এমএম