করোনায় আক্রান্ত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী

প্রকাশিতঃ 12:08 pm | December 28, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। দ্বিতীয়বারের মতো পরীক্ষা করানো হলে সেই রিপোর্টও পজিটিভ আসে। তবে তার স্ত্রী ডোনা এবং কন্যা সানাকের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

৪৮ বছর বয়সী ভারতের এ সাবেক অধিনায়ক বর্তমানে ভর্তি আছেন কলকাতার উডল্যান্ড হাসপাতালে। এ নিয়ে এ বছর গাঙ্গুলিকে তিনবার হাসপাতালে নেওয়া হলো।

করোনার রিপোর্ট পজিটিভ আসার পর রাতেই সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে হবে তা এখনও জানা যায়নি। চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাড়িতে থেকেই চিকিৎসা নিতে চাইছেন সৌরভ।

কালের আলো/এমএএইচ/বিসিটি