বিপিএলে সরাসরি দল পাননি তামিম, রিয়াদ ও মাশরাফি!
প্রকাশিতঃ 4:41 pm | December 24, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বিপিএলের এবারের আসরে অংশ নিবে ৬টি দল। এই ৬টি দল প্লেয়ার্স ড্রাফটের আগে চারজন প্লেয়ার সরাসরি কিনতে পারবে ড্রাফটের বাইরে থেকে। এই চারজনের মধ্যে তিনজন বিদেশী এবং একজন দেশী প্লেয়ার।
তবে এখনও বিপিএলে দল পাননি তামিম, রিয়াদ আর মাশরাফি। ছয় দলের মধ্যে পাঁচ দল এরই মধ্যে নিশ্চিত করেছে লোকাল সাইনিং।
বিপিএল ড্রাফটের আগে শেষ মূহুর্তে যোদ্ধা ভেড়ানোর আরেক লড়াই। যাতে বাজিমাত করতে ব্যস্ত ছয় দল। এই মূহুর্তে আলোচনায় ডিরেক্ট সাইনিং। ফ্র্যাঞ্চাইজিগুলো এবার ড্রাফট থেকে লোকাল একজন আর ড্রাফটের বাইরে থেকে বিদেশী তিন ক্রিকেটারকে নিতে পারবে দলে।
এই সুবিধা কাজে লাগিয়ে এরই মধ্যে বরিশাল দলে টেনেছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ফরেন রিক্রুটে আফগান তারকা মুজিব আর শ্রীলংকান ওপেনার দানুশকা গুনাথিলাকা। পিছিয়ে নেই কুমিল্লাও। ভিক্টোরিয়ানদের সাথে মুস্তাফিজের চুক্তি এরই মধ্যে ডান। কাটার মাস্টারের সাথে ড্রেসিং রুম শেয়ার করছেন ফাফ ডু প্লেসিস, মঈন আলী আর সুনীল নারিন।
ক্রিকেটার দলে ভেড়াতে বেশ সতর্ক খুলনা টাইগার্স। দলের আইকন মুশফিকুর রহিম। ফরেন রিক্রুট নিয়ে চলছে যাচাই বাছাই। তবে এরই মধ্যে ঠিক হয়ে গেছে কোচ। গেল দুই আসর রাজশাহীর দায়িত্ব সামলানোর পর এবার টাইগার ডেরায় সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।
লোকাল ডিরেক্ট সাইনিংয়ে এবার সাহস দেখিয়েছে সিলেট আর চট্টগ্রাম। মাশরাফি, তামিম, রিয়াদ-কাউকেই দলে নেয় নি দুই ফ্র্যাঞ্চাইজি। সিলেট বেছে নিয়েছে তাসকিন আহমেদকে। কথাও পাকাপাকি।
অবাক করেছে চট্টগ্রাম। চ্যালেঞ্জার্সদের পছন্দ নাসুম আহমেদ। ফরেন সাইনিংয়ে থাকছেন জ্যামাইকান হার্ডিহিটার কেনার লুইস।
এদিকে ঢাকা স্টার্স এখনও আছে আলোচনার টেবিলে। ২৭ তারিখ প্লেয়ার ড্রাফট। ঢাকার জন্য তাই সময়টাও কম।
কালের আলো/এমএএইচ/বিডিআর