বিসিবি থেকে পদত্যাগ করছেন আকরাম খান!
প্রকাশিতঃ 8:22 pm | December 20, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পাশাপাশি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আকরাম খান। অনেক দিন ধরেই এই দায়িত্ব পালন করছেন তিনি। এখন গুঞ্জন শোনা যাচ্ছে, এই দায়িত্বে আর নাকি থাকতে চাচ্ছেন না সাবেক এই ক্রিকেটার।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছে আকরাম খান।’
সাবিনা আকরামের এই পোস্ট ঝড়ের বেগে সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে। সাথে সাথেই নিজের ফোন বন্ধ করে দেন আকরাম খান। যে কারণে ফোন করে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আকরামকে আসলে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সাবিনা আকরাম সাংবাদিকদের বলেন, আমরা চাই এখন ক্রিকেটের পাশাপাশি পরিবারকে আরও সময় দিক আকরাম। ক্রিকেট অপারেশনসের গুরুত্বপূর্ণ পদে থাকলে তা সম্ভব হয় না। তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি, আকরাম ক্রিকেট অপারেশনস কমিটিতে থাকবে না। অবশ্য সে নিজেই আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাবে।’
কালের আলো/ডিএস/এমএইচএ