ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

প্রকাশিতঃ 5:02 pm | November 27, 2021

কালের আলো সংবাদদাতা:

চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার (২৬ নবেম্বর) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপেছিল, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ওই একই এলাকার কাছাকাছি।

এর আগে শুক্রবার সকালে দেশের বিভিন্ন এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। চট্টগ্রাম অঞ্চলে এই ভূকম্পনটি বেশি অনভূত হয়েছিল।

কালের আলো/এসবি/এমএম