বিয়ে করলেন মালালা ইউসুফজাই

প্রকাশিতঃ 3:44 pm | November 10, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। যুক্তরাজ্যের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মালালা। মঙ্গলবার ( ৯ নভেম্বর) মালালা টুইট করে তার নিজের বিয়ের কথা জানান।

বরের সঙ্গে কয়েকটি ছবি টুইটারে পোস্ট করে মালালা লেখেন, আজ আমার জীবনের জন্য একটি মূল্যবান দিন। আসার এবং আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। বার্মিংহামে আমাদের পরিবারের সঙ্গে একটি ছোট্ট পরিসরে বিয়ের উৎসবের আয়োজন করা হয়েছিল। দয়া করে আমাদের জন্য দোয়া করবেন। আমরা সামনের যাত্রার জন্য একসঙ্গে হাঁটতে পেরে খুবই খুশি।

তবে কিছুদিন আগেই বিয়ের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন মালালা। গত জুন মাসে ব্রিটেনের একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছিলেন, মানুষকে কেন বিয়ে করতেই হবে এটা আমি বুঝতে পারি না। কাউকে জীবনে সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। শুধুমাত্র যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না?

প্রসঙ্গত, পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। তিনি ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মালালা সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

কালের আলো/টিআরকে/এসআইএল