পেট্রাপোল পার্কিংয়ে আগুনে পুড়লো ১০ ট্রাক আমদানি পণ্য
প্রকাশিতঃ 8:38 pm | November 07, 2021

কালের আলো সংবাদদাতা:
বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর এলাকার বেসরকারি একটি পার্কিংয়ে তুলাসহ বিভিন্ন আমদানি পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকা ১০টি ট্রাক আগুনে পুড়ে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।
রোববার (০৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় পেট্রাপোল বন্দরের জয়ন্তিপুর লক্ষী পার্কিংয়ে এ ঘটনা ঘটে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারতের পেট্রাপোল বন্দরে জায়গা সংকটের কারণে এসব ট্রাক বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি পণ্য নিয়ে বেসরকারি পার্কিংয়ে দাড়িয়ে ছিল। গভীর রাতে সেখানে আগুন লাগে। তবে এসব পার্কিংয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আমদানি পণ্যসহ ট্রাক পুড়ে যায়। এতে বাংলাদেশি আমদানিকারকরা সবচেয়ে বেশি ধরনের লোকসানের মুখে পড়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল ট্রাক টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় আশপাশের এলাকায় বেসরকারি পার্কিংয়ে আমদানি পণ্য নিয়ে ট্রাক প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। সেখানে অগ্নি নির্বাপণের কোন ব্যবস্থা নাই। তাই আগুন লেগে সাথে সাথে ট্রাকসহ আমদানি পণ্য পুড়ে ছাই হয়। বন্দরের নিজস্ব পার্কিংয়ে থাকলে হয়তো এ দুর্ঘটনা হতো না।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারত অংশে একটি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ১০টি তুলার ট্রাকে আগুন লেগে পুড়ে যাওয়ার কথা জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
কালের আলো/টিআরকে/এসআইএল