ভুয়া করোনা সনদ ৪ ল্যাব বন্ধ, জারি হলো ৮ নির্দেশনা
প্রকাশিতঃ 9:52 pm | June 10, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
কয়েকটি ল্যাবের মাধ্যমে বিদেশগামী যাত্রীদের ভুয়া করোনা রিপোর্ট সরবরাহ করা হচ্ছে,এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ কারণে নিজ বিল্ডিংয়ের (ল্যাবের) বাইরে করোনার নমুনা সংগ্রহ এবং বাড়িতে গিয়ে বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি নমুনা সংগ্রহ এবং পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) রাজধানীর চারটি ল্যাবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদনপ্রাপ্ত ল্যাবগুলোকে ৮ দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো হলো-
১. পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ নমুনা সংগ্রহের জন্য ল্যাবসমূহের নিজস্ব ভবনের বাইরে স্থাপিত সকল ধরনের নমুনা সংগ্রহের কেন্দ্র বন্ধ থাকবে।
২. বিদেশগামী যাত্রীদের নমুনা কোনো অবস্থাতেই বাসা/বাড়ি থেকে সংগ্রহ করা যাবে না।
৩. বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহের সময় মূল পাসপোর্ট যাচাই করে পাসপোর্ট নম্বর উল্লেখপূর্বক নমুনা সংগ্রহের ফরম পূরণ করতে হবে। কোনোক্রমেই পাসপোর্টের ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
৪. বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ পাসপোর্ট নম্বর দ্বারা যাচাই করা হবে। শুধু টেলিফোন/মোবাইল নম্বর প্রমাণক হিসেবে গ্রহণযোগ্য হবে না।
৫. সাত (০৭) দিনের মধ্যে কোনো পজেটিভ রিপোর্ট থাকলে ওই যাত্রীকে দেশত্যাগের অনুমতি দেওয়া যাবে না।
৬. কোনো বিদেশগামী যাত্রীর কোভিড-১৯ পজেটিভ হলে, তিনি কমপক্ষে ৭ দিন পরে শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ল্যাবে পুনরায় পরীক্ষা করবেন এবং পরবর্তীতে যদি নেগেটিভ সনদপ্রাপ্ত হন সেক্ষেত্রে দেশত্যাগ করতে পারবেন।
৭. কোনো আরটি-পিসিআর ল্যাবের ব্যাপারের কোনোধরনের অভিযোগ উত্থাপিত হলে ল্যাবটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে তদন্ত সাপেক্ষে পরবর্তী অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে।
৮. কোন বিদেশগামী যাত্রীর কোভিড-১৯ পরীক্ষা করার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উভয় স্থানে প্রথমে পাসপোর্ট নম্বর দিয়ে যাচাই করে দেখতে হবে যে, সে গত ৪৮ ঘন্টার মধ্যে অন্য কোথাও আরটি-পিসিআর পরীক্ষা করেছে কিনা। করে থাকলে এবং পজেটিভ হলে তাকে ৭ দিন পর্যন্ত পুনরায় আরটি পিসিআর পরীক্ষার সুযোগ দেয়া যাবে না।
কালের আলো/আরএস/এমএইচএস