ডিপিএলে সাব্বিরের ব্যাটিং-ঝড়

প্রকাশিতঃ 1:15 pm | June 07, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

মিরপুরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শুরুতেই ঝড়ো ব্যাটিং করে এ পুঁজির ভিত গড়ে দেন ওপেনার মোহাম্মদ সাব্বির।

ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছিলেন সাব্বির। না, তিনি জাতীয় দলে খেলা সাব্বির রহমান নন, তিনি সাব্বির হোসেন। মাত্র ১৯ বলে ৪ চার ও ২ ছক্কার সাহায্যে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি।

ওপেনিংয়ে সাব্বিরের সঙ্গী তানজিদ হাসান তামিম করেছেন ১৬ বলে ২৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া রবিউল ইসলাম রবি ৩৪ রান করেন।

প্রাইম দোলেশ্বরের সামিম হোসেন ও রেজাউর রহমান রাজা দু’টি করে উইকেট নিয়েছেন। এছাড়া ফরহাদ রেজা ও কামরুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

কালের আলো/আরএস/এমএইচএস