বাইসাইকেল নিয়ে টহলে নামছে ময়মনসিংহের পুলিশ

প্রকাশিতঃ 10:37 am | June 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

ময়মনসিংহ নগরীর অলিগলির অপরাধ দমনে বিট পুলিশিংয়ে এবার যুক্ত হলো বাইসাইকেল টিম।

বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি হারুন অর রশিদ বাইসাইকেল টহল কার্যক্রম উদ্বোধন করেন।

জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং এর আওতায় এ কার্যক্রম নেওয়া হয়েছে।

ময়মনসিংহ নগরীকে অপরাধমুক্ত করতে বর্তমান পুলিশ প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ এটি। দিনের বেলা তো বটেই, রাতেও পুলিশের এ টিম নগরীর অলিগলি চষে বেড়াবে।

এ বিষয়ে ডিআইজি হারুন অর রশিদ বলেন, নগরজুড়ে বাইসাইকেলে পুলিশি টহল ব্যবস্থা নতুন করে ময়মনসিংহে শুরু করা হলেও এটি নতুন নয়। ব্রিটিশ আমলে পুলিশ বাইসাইকেলে চড়ে অপরাধ প্রবণতা রোধে এলাকায় টহল দিত। বিশ্বের অনেক উন্নত দেশেও এই কার্যক্রম চালু আছে।

তিনি বলেন, নগরীর অলিগলিতে যেখানে বড় যানবাহন নিয়ে চলাচল করা সম্ভব নয়, সেখানে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইসাইকেল অনেক গতি ফিরিয়ে আনবে। অপরাধ প্রবণতা কমে আসবে।

পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, অলিতে-গলিতে লুকিয়ে থাকা অপরাধী ও কিশোর অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় বাইসাইকেলে টহল ডিউটির পরিকল্পনা নেওয়া হয়েছে।

কালের আলো/এআরকে/এমএম