‌‘প্রভুদের কাছে গিয়ে কি হইবে, আগেও অনেক দৌড়াইছেন’

প্রকাশিতঃ 12:45 pm | September 16, 2018

আশরাফুল আলম খোকন :
প্রভুদের কাছে গিয়ে কি হইবে, আগেও’তো অনেক দৌড়াইছেন। ইউনুস সাহেবরে নিয়েও দৌড়াইছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো বিদেশী চাপের কাছে মাথানত করেন না। এটাতো বহুবার প্রমাণিত।

কিছু করতে চাইলে দেশের জনগণের কাছে যান।

অবশ্য বিএনপি- জামাত যাবে কিভাবে …. তারা খুব ভালো করেই জানে তাদের এমন কোনো গৌরবের কিছু নেই যাতে জনগণ তাদেরকে গ্রহণ করবে।

যা আছে তাতো দুর্নীতি,লুটপাট, সন্ত্রাস, হত্যাযজ্ঞ ও ষড়যন্ত্রের ইতিহাস।

লেখকঃ প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব ।

লেখা: লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত