নান্দাইলে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু
প্রকাশিতঃ 10:58 pm | September 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের নান্দাইলে বিলে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে আজিজুর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার পংকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে উপজেলার গাঈাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের ওই কিশোর স্থানীয় ঝিল বিলে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়। পরে মাছ ধরার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় আরও দুজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
কালের আলো/ওএইচ