ময়মনসিংহের প্রখ্যাত আলেম মাওলানা রুহুল আমিন’র দাফন সম্পন্ন

প্রকাশিতঃ 11:19 pm | January 12, 2018

স্টাফ রিপোর্টার, কালের আলো: প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, দেশ বরেণ্য আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাদ, ময়মনসিংহের ঐতিহ্যবাহী কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস হযরত মাওলানা রুহুল আমিনের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) বাদ আসর ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের নিজ গ্রাম গোপালনগরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে ভালুকা ধলিয়া কলেজের সহকারি অধ্যাপক ও সোহিলা ইদগাহ মাঠের ইমাম মাওলানা রুহুল কদ্দুস। জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন- কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ বিন সুরুজ, মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোজাম্মেল হক আকন্দ, ভাইস প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম,  জামাতা আছিম তা’লীমুল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হক, নাতি ফজলে রাব্বি মজনু প্রমুখ।

মাওলানা রুহুল আমিন শুক্রবার (১১ জানুয়ারি) ভোর ৪টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জীবদ্দশায় তিনি ঐতিহ্যবাহী কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসায় এক যুগেরও বেশি সময় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, সাত কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিবেদক আলহাজ্ব মো: শামসুল আলম খান, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট এম. আব্দুল্লাহ আল মামুন খান, মানবকন্ঠের ময়মনসিংহ প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।