নায়ক রিয়াজ করোনায় আক্রান্ত

প্রকাশিতঃ 8:15 pm | April 02, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ

করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। তবে নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ করার আগে রোববার (২৮ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। যাওয়ার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু করোনা পরীক্ষার ফল জানা।

সোমবার (২৯ মার্চ) পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ।

আপাতত শুটিংয়ে ভারত যাওয়া হচ্ছে না রিয়াজের। বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, এখন আগের থেকে একটু ভালো আছি। বাসাতেই চিকিৎসা নিচ্ছি। দোয়া করবেন।

‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজের। শুরুতে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেশের আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত তাঁর আর ছবিটিতে অভিনয়ের সুযোগ হয়নি। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে নেওয়া হয় রিয়াজকে।

কালের আলো/এসএম/এলএল