বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু
প্রকাশিতঃ 7:48 am | January 12, 2018
কালের আলোঃ শুক্রবার বাদ ফজর শুরু হল ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব । মধ্যরাতের পর থেকেই টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসুল্লিরা চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছেন। ফজরের নামাজের পরই বয়ান দিয়ে শুরু হয় এ বছরের ইজতেমা।
এবারের বিশ্ব ইজতেমায় দুই ধাপে অংশ নেবেন দেশের ৩২ জেলার মুসল্লি। তবে প্রথম ধাপে অংশ নিচ্ছেন বিদেশি মুসল্লিসহ দেশের ১৬ জেলার মুসল্লি। আজ শুরু হওয়া প্রথম ধাপের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে রোববার (১৪ জানুয়ারি)। চার দিন বিরতির পর একইভাবে ১৯ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ধাপ। আখেরি মোনাজাতে ২১ জানুয়ারি শেষ হবে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা।
আগতদের প্রচণ্ড ভিড় এড়াতে এবং ইজতেমাকে সুষ্ঠু ও সুশঙ্খল করতে ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এরই ধরাবাহিকতায় শুরু হয় অঞ্চলভিত্তিক জেলা ইজতেমা।
এ বছর যে ৩২টি জেলা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছে আগামী বছর(২০১৮) তারা অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।
বিশ্ব ইজতেমায় প্রতি বছর প্রায় ৩০ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। আখেরি মোনাজাতে এ সংখ্যা প্রায় দ্বিগুণে পরিণত হয়।