যুব গেমস খেলোয়াড়দের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করেছে- সেনা প্রধান
প্রকাশিতঃ 6:51 pm | January 11, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেছেন, যুব গেমস তরুণ-তরুণীদের নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণেও তাঁরা নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহযোগিতায় ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় যুব গেমসের বিভাগীয় পর্যায়ের অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সেনা প্রধান বলেন, ‘ময়মনসিংহ বিভাগের সঙ্গে আমার আত্নিক সম্পর্ক রয়েছে। ষাটের দশকে আমি জামালপুরে অনেক দিন ছিলাম। আমার বাবা সেখানে চাকরি করতেন। ব্রক্ষপুত্র নদের তীরে বকুলতলায় আমরা থাকতাম।
কাবাডি প্রতিযোগিতায় আজ ময়মনসিংহ ও জামালপুরের খেলা হলো। এ খেলা উপভোগ করতে গিয়ে আমি যেন ঠিক শৈশবেই ফিরে গেলাম। শৈশবের দিনগুলোর কথা আমার ভীষণ মনে পড়ছিল।
গত ১৮ ডিসেম্বর অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশ যুব গেমসের শুভ সূচনার কথা জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, সফলতার সঙ্গে প্রথম পর্যায়ে জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৬৪ জেলা থেকে বিভিন্ন ডিসিপ্ল্যানে ২৩ হাজার ২৬০ জন খেলোয়াড় স্বত:স্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করেছে। যা আমাদের প্রান্তিক পর্যায়ের তরুণ-তরুণীদের খেলোধূলার প্রতি আগ্রহেরই বহি:প্রকাশ।
অবকাঠামোগত সুযোগ সুবিধা পর্যাপ্ত না থাকা সত্ত্বেও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা এবং ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই খেলাধূলাগুলো সাফল্যমন্ডিতভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন সেনা প্রধান।
পরে সেনা প্রধান ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে অতিরিক্ত ৫ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল ক্যান্টনম্যান্টের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক, ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঞা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, মহানগর আ’লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলমসহ ময়মনসিংহ ক্যান্টনম্যান্টের সিনিয়র কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেনা প্রধান অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।