বার্নিকাটের সেলফিতে প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 9:33 pm | September 05, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
বিমানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের মোবাইল ক্যামেরায় পোজ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছবিটি আবার ক্যামেরায় বন্দি করেছেন ফটো সাংবাদিক ইয়াসিন কবির জয়। সেলফিতে শুধু প্রধানমন্ত্রীই নয়, পোজ দিচ্ছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারীসহ কর্মকর্তারা
ছবিটি তোলা হয়েছে বুধবার বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘আকাশবীণা’র উদ্বোধনী অনুষ্ঠানে যখন প্রধানমন্ত্রী আকাশবীনার আসনে বসা ছিলেন।
এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আকাশবীণা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকাশবীনা নামটি প্রধানমন্ত্রীর ই দেয়া।
এর আগে গত ১৯ আগস্ট আমেরিকার বোয়িং কোম্পানির তৈরি ৭৮৭-৮ ড্রিমলাইনারটি যুক্তরাষ্ট্রের সিয়াটল পেনফিল্ড থেকে বাংলাদেশে পৌছায়। গত ২৯ আগস্ট দুপুরে ড্রিমলাইনারের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট ঢাকা থেকে কলকাতায় চালানো হয়। বিমানের সিনিয়র পাইলট ক্যাপ্টেন ফজল আহমেদ ও বোয়িংয়ের ক্যাপ্টেন রিচার্ড এম ডেনটন ফ্লাইটটি পরিচালনা করেন।
কালের আলো/এএম/এমএইচএ