গফরগাঁওয়ে চোর সন্দেহে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
প্রকাশিতঃ 8:34 pm | August 30, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের গফরগাঁওয়ে চোর সন্দেহে রিয়াজ (১৪) নামে এক স্কুলছাত্রকে গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কিছু ব্যবসায়ী।
বৃহস্পতিবার সকালে উপজেলার উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ স্থানীয় ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। সে গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের সৌদি প্রবাসী সাইদুর রহমান শাহীনের ছেলে।
স্থানীয় সূত্র জাননায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারের আশরাফুলের মনিহারী দোকানের ‘তালা ভাঙার চেষ্টার অপরাধে’ স্কুলছাত্র রিয়াজকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার ভাই কামরুল এবং প্রতিবেশী রশিদ।
প্রত্যক্ষদর্শী উথুরী গ্রামের ইমন ও মোতালেব জানায়, বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার কয়েকজন সহযোগী রিয়াজকে বাজারের পাশের একটি গাছের সাথে বেঁধে বেধড়ক পেটায়। পরে রিয়াজের মৃত্যু নিশ্চিত করে সকাল সাড়ে ৭টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর থেকে আশরাফুলসহ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী দোকানঘর বন্ধ করে পলাতক রয়েছে।
গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, রিয়াজের বিরুদ্ধে চুরি করার অনেক অভিযোগ আছে। চুরির মামলায় সম্প্রতি সে হাজতবাস করেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।
কালের আলো/ওএইচ