ময়মনসিংহে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৪

প্রকাশিতঃ 10:42 pm | January 10, 2018

স্টাফ রিপোর্টার | কালের আলো: ময়মনসিংহে শুরু হওয়া বিশেষ অভিযানে ১৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (০৯ জানুয়ারি) দিনগত রাতে চালানো বিশেষ অভিযানে জেলা সদরসহ ১১টি উপজেলার মাদক বিক্রেতা, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় ১৩৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম।