ইরানে শক্তিশালী ভূমিকম্পে ২ জন নিহত
প্রকাশিতঃ 12:04 pm | August 26, 2018
বিশ্ব ডেস্ক, কালের আলো:
ইরানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত একশ জন।
রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশে ইরাক সীমান্তের কাছে ৬.১ মাত্রার এ ভূমিকেম্পর উৎপত্তি হয়। কেরমানশাহ প্রেদেশের জেনারেল ডিরেক্টর এই তথ্য দিয়েছেন। ইরানি বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজন্সির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সিএনএন।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজেহাবাদ শহর থেকে ১০ কিলোমিটার ও জাভানরুদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, পাঁচটি উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শহরটি ইরান সীমান্ত থেকে ৩৪২ কিলোমিটার দূরে অবস্থিত।
এর আগে, গত নভেম্বরে কেরমানশাহ প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫৩০ জনের মৃত্যু হয়েছিল।
কালের আলো/ওএইচ