র‌্যাবকে মানুষ এখন আস্থা-ভরসার জায়গা মনে করে: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিতঃ 11:15 pm | July 14, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

র‌্যাবকে মানুষ এখন আস্থা-ভরসার জায়গা মনে করে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পরে র‌্যাব একজন মানুষকেও হত্যা করেনি। জুলাই বিপ্লবের পর র‌্যাব কোনো রক্তের হোলি খেলায় মাতেনি বাংলাদেশে; এটাই র‌্যাবের কাছে জনপ্রত্যাশা, এটাই র‌্যাবের প্রচলিত আইন অনুসারে একটি পদযাত্রা।

সোমবার (১৪ জুলাই) র‌্যাব সদর দপ্তরে র‌্যাবে কর্মরত সব পদবির কর্মকর্তাকে ‘প্রচলিত আইন, জনপ্রত্যাশা ও র‌্যাবের করণীয়’ বিষয়ে অধিকতর ধারণা প্রদানে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের প্রচলিত আইনের স্বাভাবিক বিকাশ বজায় রেখে র‌্যাব জনপ্রত্যাশা পূরণ করবে। এ সময় তিনি জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করা যেতে পারে এ বিষয়ক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, র‌্যাব পূর্বে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে অনেক ভালো কাজ করেছে। সে লক্ষ্যে, জনমনে আতঙ্ক দূর করে আস্থার জায়গায় পৌঁছাতে হলে শুধু বাহ্যিক কাঠামোতে নয়, র‌্যাবের সব সদস্যকে মননশীলতায় মানবিকতার চর্চা, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও জনগণের কাছে দায়বদ্ধতাকে লালন করতে হবে।

অ্যাটর্নি জেনারেল বিভিন্ন ধরনের করণীয় ও বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন যা র‌্যাবের দৈনন্দিন কার‌্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ভবিষ্যতে র‌্যাব আরও ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে প্রত্যয়ী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এআইয়ের ওপর প্রশিক্ষণ

বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) শব্দটি খুব প্রচলিত একটি বিষয়। র‌্যাব সদস্যদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ওপর সংক্ষিপ্ত ধারণা প্রদানে র‌্যাব সদর দপ্তরে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক মালিহা তাবাস্সুম।

কর্মশালায় তিনি এআইয়ের মৌলিক ধারণা, ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় র‌্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালক, অন্যান্য অফিসার, ঢাকাস্থ সব ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও ভিটিসির মাধ্যমে র‌্যাব ব্যাটালিয়নের সব কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

র‌্যাব জানায়, র‌্যাব সদস্যদের দায়িত্ব পালনকালে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এ সব চ্যালেঞ্জ মোকাবিলায় র‌্যাব সদস্যদের ক্যাপাসিটি বিল্ডিং/সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত দক্ষতার উন্নয়নের লক্ষ্যে র‌্যাব সদর দপ্তরে এ বিষয়ক আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি র‌্যাব সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে আধুনিক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রমও চলমান।

কালের আলো/এমডিএইচ