মঞ্চের চেয়ারে শহীদদের মা-বাবা, কার্পেটে উপদেষ্টারা
প্রকাশিতঃ 9:46 pm | July 14, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
এক বছর আগে ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হচ্ছে বিভিন্ন এলাকায়। এই আয়োজনের অংশ হিসেবে নারায়ণগঞ্জে যান অন্তবর্তীকালীন সরকারের পাঁচজন উপদেষ্টা। নারায়ণগঞ্জে উদ্বােধন করা হয়েছে দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে মঞ্চের চেয়ারে বসেছিলেন শহীদদের মা-বাবা এবং কার্পেটে উপবিষ্ট হয়েছিলেন উপদেষ্টারা।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শহরের হাজিগঞ্জ নতুন রাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই আয়োজনে দেখা গেছে ব্যতিক্রমী এই দৃশ্য।
কার্পেটে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা যায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমানকে। তার পাশে বসেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপর বসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার পাশেই ক্যাপ পরিহিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তার পাশে বসেছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি পোস্ট করে অনেকেই এমন দৃশ্যের জন্য ইতিবাচক মন্তব্য করেন।
হাবিব খন্দকার নামের একজন লিখেছেন, যাদের ত্যাগ, রক্তের বিনিময়ে আজকে তারা উপদেষ্টা। তাদের মা-বাবাদের সম্মান এতেই বেড়ে গেল। সাবাশ বাংলাদেশ। আগামীতেও যারা আসবে তারা যেন প্রথম মর্যাদা শহীদদের পরিবারকে দিতে পারে।
আরেকজন লিখেছেন, এটাই হওয়া উচিত। ধন্যবাদ। নতুন কেউ এসে পরিবর্তন দেখা সূচনা করে দিক।
কালের আলো/এমডিএইচ