চলছে জুলাই উইমেন্স ডে প্রোগ্রাম
প্রকাশিতঃ 9:51 pm | July 14, 2025

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কালের আলো:
কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে জুলাই উইমেন্স ডে অনুষ্ঠান।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ধারাবাহিক পরিবেশনার পালাক্রমে প্রদর্শিত হয় দিপক কুমার গোস্বামী পরিচালিত ‘স্পিকিং’ ও ‘জুলাই বিষাদ সিন্ধু’ নামের দুটি চলচ্চিত্র।
এরপর সংগীর পরিবেশন করেন শিল্পী সায়ান। পরে জুলাই শহীদ পরিবারের এক সদস্য বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশীদ প্রমুখ।
দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে প্রবেশাধিকার শিথিল করা হয়েছে।
রাত ১০টায় বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। বাংলাদেশ এবং চীন সরকার কর্তৃক যৌথভাবে এ ‘ড্রোন শো-তে ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে।
কালের আলো/এমডিএইচ