দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যুতে আইজিপি’র শোক

প্রকাশিতঃ 4:59 pm | November 24, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

মঙ্গলবার(২৪ নভেম্বর) এক শোকবার্তায় আইজিপি বলেন, খন্দকার মুনীরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সাংবাদিকতা শুরু করেন। পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে অপূরণীয় ক্ষতি হল।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

প্রসঙ্গত, খন্দকার মুনীরুজ্জামান (৭২) আজ ২৪ নভেম্বর সকাল ৭টা ২০ মিনিটে করোনা পরবর্তী শারীরিক জটিলতায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

কালের আলো/এসবি/এমএম