রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিতঃ 8:29 pm | November 21, 2020

বিশেষ সংবাদদাতা, কালের আলো :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদসহ তিন বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে ‘সেনাবাহিনী পদক’ গ্রহণ করলেন সেনাপ্রধান
এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতও উপস্থিত ছিলেন।
মহামান্য রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের উচ্ছ্বসিত প্রশংসাও করেন।
তিনি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনীকে জাতির গর্ব ও আস্থার প্রতীক হিসেবেও উল্লেখ করেন।

এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ তিন বাহিনীর প্রধান। পরে তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
কালের আলো/এনসি/এমআরকে