রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ (ভিডিও)

প্রকাশিতঃ 2:51 pm | November 21, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সশস্ত্র বাহিনী দিবস আজ। মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শনিবার(২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা পুষ্পস্তবক অর্পণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

আইএসপিআর জানিয়েছে, সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন/সংসদ টিভি থেকে লিঙ্ক নিয়ে সরাসরি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে।

কালের আলো/এসআর/বি্এসবি