শুভ জন্মদিন ‘কর্মীবান্ধব’ সংগঠক শাহীনুর রহমান
প্রকাশিতঃ 9:51 pm | October 25, 2020

মোহাম্মদ শাহীনূর রহমান। তৃণমুলের রাজনীতিক। বুকের উত্তাপেই আগলে রাখেন কর্মীদের। কী ওয়ার্ড বা ইউনিয়ন! নিজ সংগঠনের নিবেদিতপ্রাণ প্রতিটি নেতা-কর্মীর নাম তাঁর মুখস্থ।
আওয়ামী লীগের দু:সময়ে ৭১’র পরাজিত শক্তির চোখে চোখ রেখে কথা বলার প্রেরণা সেই শৈশবেই পেয়েছেন স্নেহময় বাবা লড়াকু শ্রমিক নেতা আব্দুল মান্নানের কাছ থেকেই।
ওয়ান ইলেভেনে মইন-ফখর উদ্দিনের ছকে যখন বঈবন্ধু কন্যা শেখ হাসিনাকে ‘মাইনাস’ করার অপতৎপরতা চলছে তখন সম্পূর্ণ রাজনীতিমুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের একীভূত করে গর্জে উঠেছিলেন এই শাহীনূর।
সেদিনের সেই শাহীনূরই আজ নেতৃত্বের ধারাবাহিকতায় ময়মনসিংহ মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক, মি: কনভেনর। শুভ জন্মদিন শাহীনূর রহমান। আমরা বন্ধুরা তোমাকে ভালোবাসি। শুভ কামনা নিরন্তর। জয় বাংলা, জয় বঈবন্ধু। বাংলাদেশ চিরজীবী হউক।

(ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের এক বন্ধুর ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)