৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ বৃহস্পতিবার

প্রকাশিতঃ 5:53 pm | January 08, 2018

কালের আলো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে একটি ফেসবুক গ্রুপের পক্ষে একটি ইভেন্টের মাধ্যমে এ বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।

১১ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১১ টায় টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় এ বিক্ষোভ করবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা শহরের সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করায় এসব কলেজের শিক্ষার্থীরাও নিজেদেরকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ হিসেবে পরিচয় দিচ্ছে। ফলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীদেরকে বিড়ম্বনায় পরতে হচ্ছে প্রায়স।

‘অধিভুক্ত কলেজের অধিকাংশ শিক্ষার্থীই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে উল্লেখ করছে। তাছাড়া, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছোটখাটো অপরাধ করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি দিতে শুরু করেছে বলে- ইন্ডিপেন্ডেন্ট বাংলাকে জানিয়েছে করেছে বেশ কিছু ঢাবিয়ান। তারা তাদের নিজের ফেসবুক ওয়াল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন গ্রুপে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করছে। তাদের অনেককেই মুখোমুখি হতে হয় ‘তারা ঢাবি’র কোন শাখায় পড়ে’- এমনসব অপমানজনক কিছু প্রশ্নের।

অধিভুক্ত ৭টি কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Print Friendly, PDF & Email