যে কারণে বাদ সৌম্য-তাসকিন

প্রকাশিতঃ 12:00 pm | January 08, 2018

স্পোর্টস রিপোর্টার: ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার বিসিবির ঘোষিত দল ধেকে বাদ পড়েছেন জাতীয় দলের দুই নিয়মিত মুখ সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা শেষে নির্বাচকরা জানিয়েছেন বাজে পারফরম্যান্সের কারণেই দলে নেই তারা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন,“সৌম্য সব ফরম্যাটেই কিছুদিন ধরে খেলে যাচ্ছে। ওর প্রতিভা নিয়ে কোন কোন প্রশ্ন নেই। ধারাবাহিকতার মধ্যে নেই বলেই আমরা একটা বিরতি দিয়েছি। সিস্টেমের মধ্যেই আছে। সে পুলভুক্ত খেলোয়াড়। আশা করি ধারাবাহিকতায় থাকবে, পরে আবার বিবেচনা করা হবে। তাসকিন আহমেদ সাউথ আফ্রিকা সফরে ফর্মে ছিল না। ঘরোয়া ক্রিকেটে লংগার ভার্সনে কিছু ম্যাচ খেলারও দরকার আছে তার। সে হিসেবে বাদ দেয়া হয়েছে।”

সৌম্যর জায়গায় দলে ফিরেছেন এনামুল হক বিজয়। তাসকিনের জায়গায় আবুল হাসান রাজু। দীর্ঘদিন পর এ দুই ক্রিকেটারকে ফেরানোর ব্যাখ্যায় নান্নু বলেন,“বিজয়ের কথা বলতে পারি, যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে, দুই বছর ধরে রান করছে ঘরোয়া ক্রিকেটে। আর আবুল হাসান রাজুকে কন্ডিশনের কথা চিন্তা করে আনা হয়েছে। একটা বাড়তি পেস বোলার নিয়েছি, যার বল সুইং করানোর ক্ষমতা আছে।”

এছাড়া দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন। এই দুজনকেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করায় নেয়া হয়েছে বলে জানান মিনহাজুল।

উল্লেখ্য আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্টে ফাইনালসহ ম্যাচ ৭টি। প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে দুবার করে লড়বে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ২৭ জানুয়ারি। ম্যাচ শুরুর সময় দুপুর ১২টা।