আবারো শ্রেষ্ঠ ওসি হলেন আশিকুর রহমান
প্রকাশিতঃ 8:18 pm | June 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কমিটমেন্ট, মেধা আর কঠোর পরিশ্রম এ তিনের অপূর্ব সমন্বয় ঘটিয়ে অব্যাহত সাফল্য পাচ্ছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের সনদ তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম। এর আগেও একাধিকবার জেলা ও ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেয়েছেন তিনি।
গত মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ সমনে সাফল্যসহ সার্বিক দিক বিবেচনায় ডিবি’র ওসি আশিকুর রহমানকে এ পুরস্কার প্রদান করা হয়।
আশিকুর রহমান ২০১৭ সালের জুলাই মাসে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব নেন। এরপর অপরাধ নিয়ন্ত্রণে তার কর্মদক্ষতার স্বাক্ষর রাখেন। ময়মনসিংহে মাদক নির্মুলে যুদ্ধ ঘোষণা করা জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামের যোগ্য ‘রানিংমেট’ হয়ে ওঠেছেন তিনি।
মাদকের দুর্গ তছনছ করে দেওয়া এ পুলিশ কর্মকর্তার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশও (ডিবি) পেয়েছে পুরস্কার। মাদক বিরোধী চলমান অভিযানে বিশেষ সফলতার পুরস্কার হিসেবে টিম ডিবিকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
এসব বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান কালের আলোকে বলেন, যে কোন পুরস্কার উৎসাহ ও প্রেরণা জোগায়। মাদক বিরোধী চলমান অভিযানের সফলতা ধরে রাখতে চাই। এজন্য জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আবারো কাজ করার দৃপ্ত অঙ্গীকার করছি।’
কালের আলো/এমকে