শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করুন : রওশন

প্রকাশিতঃ 7:26 pm | January 01, 2018

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন, “বছরের প্রথম দিন সারা দেশে যখন বই উৎসব চলছে তখন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল কলেজের শিক্ষকরা অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। দেশের হাজার হাজার নন-এমপিও স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী বেশির ভাগই বিনা বেতনে সেখানে চাকুরী করছে। প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সরকারের স্বীকৃতি নিয়েই। কিন্তু বছরের পর বছর এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হয়নি। এমপিওভুক্তি নিয়ে জাতীয় সংসদে একাধিকবার দাবি উঠলেও বিষয়টি উপেক্ষিত থেকে গেছে।”

সোমবার বিকেলে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ মামুন হাসান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, “আমাদের দেশের শিক্ষকরাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের জীবন যাপনের জন্য প্রয়োজনীয় বেতন-ভাতা যোগান দেয়া হয় না। বিশেষ করে নন-এমপিও প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেশির ভাগই জীবন যাপনের জন্য অন্য কোন কাজ করতে হয়।”

তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সমৃদ্ধ করা, সুশিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার সুষ্ঠু বিকাশের জন্য এমপিওভুক্তি অত্যন্ত জরুরী। যদিও এমপিওভুক্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু শর্তপূরণ করতে হয়। এমপিওভুক্তির সঙ্গে শিক্ষকদের জীবন-জীবিকা, মান মর্যাদার বিষয়টিও জড়িত।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের জীবন অবহেলা ও কষ্টে কাটলে তাদের উৎসাহ ফুরিয়ে যাবে। তাদের হাত দিয়ে ভবিষ্যতে সু-নাগরিক বেরিয়ে আসবে কিভাবে ? কাজেই মানবিক দিক বিবেচনা করে সরকার নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।”

Print Friendly, PDF & Email