ময়মনসিংহে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ 9:08 pm | April 29, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ নগরীর পৃথক স্থানের ডাস্টবিন ও ড্রেন থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে নগরীর বাঘমারা এলাকার ড্রেন এবং ভাটিকাশর ডাস্টিবন থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় ওই এলাকার দু’টি ক্লিনিকে কে বা কারা অবৈধ গর্ভপাতের পর নবজাতক দু’টি ড্রেনে ও ডাস্টবিনে ফেলে রেখে যায়।

স্থানীয়রা নবজাতকের মরদেহ দু’টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি।

স্থানীয়রা জানায়, নগরীর ভাটিকাশর, বাঘমারা ও চরপাড়া এলাকায় অবস্থিত বেসরকারি বিভিন্ন ক্লিনিকে অবৈধ গর্ভপাত বাণিজ্য জমজমাট হয়ে ওঠেছে। ফলে প্রতি বছরই হয় ড্রেনে অথবা ডোবায় মিলছে এমন নবজাতকের মরদেহ।

এসব ক্লিনিকগুলোতে নজরদারি বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

কালের আলো/এমএসএ