কোটা সংস্কার: ময়মনসিংহে আন্দোলনকারীদের হটিয়ে দিলো পুলিশ

প্রকাশিতঃ 8:28 pm | April 09, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহ নগরীর বাইপাস গোল চত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেয়ার চেষ্টা করলেও ধাওয়া করে তাদের হটিয়ে দিয়েছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া করে।

স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নগরীর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয়। প্রায় আধ ঘন্টা তারা সেখানে অবস্থান নেয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ধাওয়া করে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের উপস্থিতির খবর পেয়েই আমরা সেখানে পৌছে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ হয়নি। জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

কালের আলো/ওএইচ