ক্যাসিনোর মূল হোতাদের গ্রেফতার দাবি কাতার বিএনপির

প্রকাশিতঃ 8:45 pm | October 31, 2019

ওয়াসীম আকরাম, কাতার থেকেঃ

ক্যাসিনো কেলেঙ্কারীর মূল হোতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি। বুধবার(৩০ অক্টোবর) রাজধানী দোহাস্থ ইভিনিং স্পাইস গার্ডেন রেস্তোরায় এক প্রতিবাদ সমাবেশে এমন দাবি জানান সংগঠনটির নেতারা।

কাতার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হক মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরিফুল হক সাজুর সঞ্চালনায় বিএনপির কাতার শাখার ৭২ ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ফিনল্যান্ড বিএনপি নেতা মবিন মোহাম্মদ বলেন, বিএনপি রাজপথে আন্দোলন করছে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে।

সামসুল গাজী বলেন, আইনের শাসনকে কুক্ষিগত করে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার। খালেদা জিয়াকে জামিনযোগ্য মামলায় জামিন দেয়া হচ্ছে না। কিন্তু তাদের জানা নেই আওয়ামী লীগ বাংলাদেশের শেষ সরকার নয়। আওয়ামী লীগের পতন হবে, আবার গণতন্ত্র ফিরে আসবে, গণমানুষের দল বিএনপি আবারও ক্ষমতায় আসবে, সেই দিন আর বেশি দূরে নয়।

সভাপতির ভাষনে জামান সরকার বলেন, বিনাভোটে সরকারে থাকা আওয়ামী লীগ দুর্নীতিবাজ, অপরাধী, টেন্ডারবাজ, ক্যাসিনো ব্যবসায়ীতে ছেয়ে গেছে। চলমান শুদ্ধি অভিযানেই বিষয়টি প্রমাণ করে। এই অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগ নেতাদের চরিত্র ফুটে উঠেছে। এসময় তিনি ক্যাসিনোর মূল হোতাদের গ্রেফতার দাবি জানান।

তিনি আরও বলেন, যে মানুষটি গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করে যাচ্ছেন, আজ সেই মানুষটিকে আটকে রাখা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করতে চাইছে সরকার।

সভায় বিএনপি নেতা এজাজুল হক রুবেল, আনোয়ার খান, বদরুম মনির ফেরদৌস, প্রদীপ কুমার সাহা, আবুল কালাম আজাদ, নিজাম উদ্দিন, মনিরুল ইসলাম, অপু সরকার, মোজাহেদুল ইসলাম, মারুফ, বালু, সজল ও সিপন প্রমূখ বক্তব্য রাখেন।

কালের আলো/এনআর/ওআর