ভূমিকম্প পরবর্তী যৌথ অনুশীলন সমাপ্ত
প্রকাশিতঃ 6:33 pm | October 31, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ডিজাসটার রেসপন্স এক্সারসাইজ এন্ড এক্সচেঞ্জ(ডিআরইই) শীর্ষক বহুজাতিক দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে সমাপ্ত হয়েছে শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ডিআরইই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্প দুর্যোগ সংক্রান্ত বৃহত্তম অনুশীলন। অনুশীলনে ২৩৭ টি বিভিন্ন সংস্থা হতে পাঁচশ’র বেশি অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। অনুশীলনটি ২৭ অক্টোবর ৩১ অক্টোবর পর্যন্ত একযোগে ঢাকা ও রংপুরে অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ডাঃ মোঃ এনামুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম চতুর্থ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সামরিক উপদেষ্টা, সামরিক, বেসামরিক কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এনআর/এমএইচএ