টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন অপরিহার্য: স্পিকার
প্রকাশিতঃ 6:04 pm | October 31, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন দুটি অপরিহার্য শর্ত।
স্পিকার বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য দারিদ্র্য বিমোচন, সবার জন্য শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করণ, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের সাথে সাথে এই দুটি বিষয় নিশ্চিত করাটা একটি বিশাল চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিজয় অডিটোরিয়ামে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্স (এফএএসএস) এর সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘হিউম্যান ইমপাওয়ারমেন্ট এন্ড এট্রেইনিং সাসটেইনেবল ডেভেলাপমেন্ট গোলস ইন বাংলাদেশ: দি কেসেস অফ ওইমেন এন্ড মার্গিনাল কমিউনিটি’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় স্পিকার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সংকট মোকাবিলায় সবার সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্স (এফএএসএস) এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম প্রমূখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এনআর/এমএইচএ