উদয় হাকিমের গানে কণ্ঠ দিলেন ও মডেল হলেন নচিকেতা

প্রকাশিতঃ 6:18 pm | November 16, 2017

নেট দুনিয়ায় ফেসবুকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। আর বাংলাদেশে তো তুমুল জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। নিত্যদিনের আলোচনায় থাকে এই ফেসবুক। আর এই ফেসবুক নিয়ে একটি গান লেখেন উদয় হাকিম। আর সেই গানে সুর দিয়ে নিজের কণ্ঠে তুলেন নচিকেতা।‘ফেসবুক’ শিরোনামে নিজের গাওয়া গানে মডেলও হয়েছেন তিনি।

সংগীতায়োজনে ছিলেন কলকাতার আরেক বিখ্যাত মিউজিশিয়ান গুরু চরণ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ উল্ল্যাহ নান্টু। এর শুটিং হয়েছে গঙ্গা নদীর তীরসহ কলকাতার বিভিন্ন লোকেশনে।

গত ১৫ নভেম্বর গানটি ইউটিউবে বাজনা চ্যানেলে প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আরও আছেন বাংলাদেশের আমিন রানা এবং কলকাতার লিজা কানুনগো।

এ বিষয়ে গীতিকার উদয় হাকিম জানান, গানটি মূলত তার লেখা একটি ধারাবাহিক নাটকের সূচনা সংগীত (টাইটেল সং) হিসেবে লেখা হয়েছে। নাটকের নামও ‘ফেসবুক’। খুব শিগগিরই এ নাটকের শুটিং শুরু হবে। এছাড়াও, উদয় হাকিমের লেখা গান নিয়ে নতুন একটি অ্যালবামের কাজ করছেন নচিকেতা। বৃহস্পতিবার নিজের ফেসবুকে গানটির মিউজিক ভিডিও পোস্ট করে উদয় হাকিম আরও জানান, কীভাবে গানটির সঙ্গে যুক্ত হলেন নচিকেতা। উদয় হাকিমের ফেসবুক থেকে তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো।

‘অভিনেতা রানা এক সকালে অফিসে এসে বললেন, একটা ধারাবাহিক নাটকের স্ক্রিপ্ট দেন। কর্পোরেট জব করে এখন আর স্ক্রিপ্ট লেখার সময় কই? একটা সময় স্ক্রিপ্ট লিখেছি, নির্দেশনাও দিয়েছি। এখন পারব না। রানা নাছোড়বান্দা। একদিন নিয়ে আসলেন পরিচালক মোহাম্মদ উল্ল্যাহ নান্টুকে। উনি পরিচালনা করবেন, একটা স্ক্রিপ্ট লিখতেই হবে। তৎক্ষনাৎ বলে ফেললাম একটা সিনোপসিস। পছন্দ হয়ে গেল। নাটকের নাম ‘ফেসবুক’। লিখতে শুরু করলাম। এক সকালে বাসা থেকে অফিসে আসার পথে গাড়িতে বসেই লিখে ফেললাম নাটকের টাইটেল সং। ঢাকার এক শিল্পীকে দিয়ে গাওয়ানো হলো। কিন্তু পছন্দ হলো না। বললাম, এটা কেবল নচিকেতা চক্রবর্তী গাইলেই পারফেক্ট হতে পারে। রানা আর নান্টু গেলেন কলকাতা। নচিকেতা জানালেন, তিনি অন্যের গান করেন না। স্ক্রিপ্ট দেখানো হলো। পছন্দ করলেন। গাইলেন। দারুণ গেয়েছেন! পরে অবশ্য আমার লেখা গান নিয়ে একটা অ্যালবাম করার প্রস্তাব দেন নচি’দা। আমি ধন্য; সেটির কাজ চলছে। তারপর আরেক দফা কলকাতা গিয়ে ভিডিওগ্রাফিও করে ফেললেন রানা-নান্টু জুটি। ভিডিওটা খুব একটা পছন্দ না হলেও এটা আমার জন্য বিরাট কিছু। কারণ এখানে মডেল হয়েছেন আমার প্রিয় গায়ক নচিকেতা নিজেই। এদিকে নাটকের ২৬ পর্বের স্ক্রিপ্ট লেখা শেষ। ঢাকার একটি টিভি চ্যানেলের সঙ্গে কথাও হয়েছে। অপেক্ষা শুধু ওয়ার্ক অর্ডারের। সেটি পেলেই নাটকের শুটিং শুরু হবে। নাটকটিতে বেশ কিছু চমক থাকছে। সেটুকু রানা-নান্টু বলবে।’

 

ফেসবুক’ গানটি শুনুন নিচের লিংকে

Print Friendly, PDF & Email