নানা আয়োজনে ময়মনসিংহে স্বাধীনতার কান্ডারীদের স্মরণ
প্রকাশিতঃ 7:05 pm | March 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
নানা আয়োজনের মধ্যে দিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার কান্ডারীদের।
সোমবার (২৬ মার্চ) সকালে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) ড.সুবাস চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম। কুচকাওয়াজ শেষে শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
এর আগে, নগরীর পাটগুদাম মুক্তিযোদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। পরে একে একে বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জিলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।