গফরগাঁওয়ে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলাগুলি, ১৪৪ ধারা জারি
প্রকাশিতঃ 11:08 pm | March 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ময়মনসিংহের গফরগাঁও। দলীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ও সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) গিয়াস উদ্দিনের কর্মী-সমর্থকদের মাঝে ঘটে যাওয়া এ সংঘর্ষ ও গুলাগুলিতে আহত হয়েছেন কমপক্ষে ১০ নেতা-কর্মী।
শনিবার (২৪ মার্চ) বিকেলে স্থানীয় পাগলা থানার দত্তেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দলীয় সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) গিয়াস উদ্দিনের সমর্থকরা প্রকাশ্যে গুলি ছুঁড়ে। চরম উত্তপ্ত এ অবস্থানের প্রেক্ষিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় উপজেলা প্রশাসন সন্ধ্যা থেকে জারি করেছে ১৪৪ ধারা।
গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, এদিন দুপুরে সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) গিয়াস উদ্দিন আহমেদ তাঁর নিগুয়ারি ইউনিয়নের পাতলাশি গ্রামের বাড়িতে আসনে। এখান থেকে বিকেলে পৌর এলাকায় তাঁর নিজ বাড়িতে যাবার সময়েই স্থানীয় দত্তের বাজার এলাকায় দু’পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের লোকজন সাবেক সংসদ সদস্যের গাড়ি ভাংচুর করে। এরপর তাঁর লোকজন বর্তমান সংসদ সদস্যের লোকজনকে লক্ষ্য করে প্রকাশে গুলি ছুঁড়তে থাকেন।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা: শামীম রহমান জানান, সংঘর্ষের ঘটনায় কোন আহতের খবর আমি পাইনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পাগলা থানার পাঁচবাগ, দত্তের বাজার ও গফরগাঁও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ। পরে স্থানীয় এলাকাবাসীর ওপর প্রকাশ্যে গুলি ছুঁড়ে গোটা দেশে বিতর্কিত হন তিনি। এরপর দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হন বাবেল গোলন্দাজ।
কালের আলো/ওএইচ