ময়মনসিংহে শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ 8:00 pm | March 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ সদরের লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে পথ রোধ করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

বুধবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে তারা।

প্রতিবাদ সভায় অভিযুক্ত হাসান আলী বাবুল, কালাম, আল আমিন, রুহুল আমিন গংদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন তোতা, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বেগম চম্পা, শিক্ষক রুহুল আমিন, শিক্ষিকা রাবেয়া বেগম চামেলী প্রমুখ।

এসময় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কাদির, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম, আবু সামাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় গত ১৯ মার্চ মোঃ রফিকুল ইসলাম ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় হাসান আলী বাবুল, কালাম, আল আমিন, রুহুল আমিন গং এর নাম উল্লেখ করে একটি সাধারণ ডাইরি করেছেন বলে জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এই বিদ্যালয়টিকে অনেক পরিশ্রম করে আজ একটি ভাল অবস্থানে নিয়ে গেছেন। বিগত সময়ে একটি কুচক্রী মহল বিদ্যালয়ের ক্ষতি করার জন্য নানা রকম চেষ্টা করেছে, তাদের সেই চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পথ রোধ করে হত্যার হুমকিদাতাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

 

কালের আলো/ওএইচ