এনটিভি থেকে এটিএন বাংলায় সুহাসিনী সুস্মিতা শারলিন

প্রকাশিতঃ 2:38 am | March 21, 2018

শোবিজ প্রতিবেদক, কালের আলো :
হালের জনপ্রিয় উপস্থাপক ও মডেল কন্যা সুস্মিতা শারলিন। টিভি পর্দার পরিচিত মুখ, লাস্যময়ী এ সুন্দরীকে এবার দেখা যাবে স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলায়। দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত সুন্দরীদের নতুন প্রতিযোগিতা ‘কুইন অব সাউথ এশিয়া’ অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে তাকে।

এ বিউটি কনটেস্ট আগামী শুক্রবার (২৩ মার্চ) রাত ৮ টায় প্রচারিত হবে এটিএন বাংলায়। উপস্থাপনায় সবার নজর কাড়া সুস্মিতা শারলিন মডেলিংয়েও স্বনামে খ্যাত। এক সময় রাজধানীর নামকরা একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করলেও এখন পুরোপুরি কর্পোরেট জগতের বাসিন্দা তিনি। তবুও নিজের ব্যবসা-বাণিজ্য সামলে শখের বশে চালিয়ে যাচ্ছেন উপস্থাপনা-মডেলিং।

দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ২৪ ঘন্টার নিউজ চ্যানেল নিউজটোয়েন্টিফোর’র ঈদ কেনাকাটা অনুষ্ঠান উপস্থাপনা করে আলোচিত হন শারলিন। এরপর তিনি এনটিভিতে থিতু হন।
সেখানে চলচ্চিত্রের তারকা ও গান নিয়ে প্রচারিত সেলিব্রেটি শো ‘স্বর্ণালী স্মৃতি’র ৮ টি পর্ব উপস্থাপনা করে প্রশংসা কুড়ান। উপস্থাপনায় নিজের ‘বৃহস্পতি’ যখন তুঙ্গে ঠিক তখনই অনেকটাই বোহেমিয়ান মিষ্টভাষী ও সুহাসিনী সুস্মিতা শারলিন আকস্মিকভাবে দেশের বাইরে চলে যান।


ফের দেশে ফিরে মনোনিবেশ করেন ব্যবসায়। কিন্তু ওই যে শখ আর প্রাণের টান! নিজেকে সটকে রাখেন কী করে? শারলিন তাই আবারো উপস্থাপনায় ফিরছেন নতুন রূপে, নতুন অবয়বে। তবে আর এনটিভিতে নয়, এটিএন বাংলায়।


বুধবার (২১ মার্চ) দিনগত রাত সোয়া ১২ টায় দৈনিক কালের আলো’র সঙ্গে আলাপকালে হার্টথ্রুব সুস্মিতা শারলিন বলেন, ‘এটিএন বাংলায় ‘কুইন অব সাউথ এশিয়া’ প্রচারিত হবে আগামী শুক্রবার (২৩ মার্চ)। এ অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ওলিলা গ্লাসওয়্যার।’


গত বুধবার (১৪ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্পন্সর অনুষ্ঠানেও উপস্থাপনা করেন তিনি। এটিএন বাংলায় নিজের নতুন মিশন সম্পর্কে সুস্মিতা শারলিন বলেন, ‘আমি সব সময়ই বেছে বেছে কাজ করতে চেষ্টা করি। এনটিভি থেকে এটিএন বাংলায় কাজ করতে পেরে খুবই আনন্দিত আমি।

বরাবরের মতো এবারো উপস্থাপনায় নিজের সেরাটাই উপহার দিতে চাই দর্শকদের।’ টাইটেল স্পন্সর অনুষ্ঠানের ক’দিন পরই বাংলাদেশের টপ এইটে থাকা সুন্দরীদের সঙ্গে ক্যামেরাবন্দি হন সুস্মিতা।

কালের আলো/আরআর/পিএস

Print Friendly, PDF & Email