শোকার্ত স্বজনদের আহাজারিতে স্তব্ধ আর্মি স্টেডিয়াম

প্রকাশিতঃ 5:42 pm | March 19, 2018

কালের আলো রিপোর্ট:

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার সাতদিন পর ঢাকায় আনা হয়েছে ২৩ মরদেহের কফিন।

সোমবার বিকেল ৪টায় মরদেহবাহী বিশেষ বিমানে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

সেখান থেকে মরদেহগুলো নেওয়া হয় আর্মি স্টেডিয়ামে। লাশ বুঝে নিতে শোকার্ত স্বজনরা দুপুর থেকেই সেখানে ভিড় করেন।

এ সময় কয়েকজন স্বজনের হাতে দেখা যায় নিহত প্রিয়জনদের ছবি। কেউ অপেক্ষায় আছেন ছেলের মরদেহের জন্য, কেউ অপেক্ষা করেন স্বামীর জন্য, বাবার জন্য। কেউ অপেক্ষা করেন ভাইয়ের জন্য, কারও অপেক্ষা ছিল বোনের জন্য।

শোকার্ত স্বজনদের কান্না-আহাজারিতে স্তব্ধ হয়ে পড়ে আর্মি স্টেডিয়ামের পরিবেশ।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে নিহত হন ৫১ জন। যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। ময়নাতদন্ত সাপেক্ষে এদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট তিন মরদেহ শনাক্ত করারও প্রক্রিয়া চলছে।

 

কালের আলো/এসএ

Print Friendly, PDF & Email