‘পাকিস্তানের কোন আদর্শ-সংস্কৃতি বাংলাদেশ লালন করে না’

প্রকাশিতঃ 8:10 pm | March 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নুরুল্লাহ বলেছেন, ‘মাত্র ৫১ বছর বয়সে বঙ্গবন্ধু পিতা হন। তবে সেই পিতা সন্তানের নয়, জাতির পিতা। তাঁর নেতৃত্বেই আজ বাংলাদেশের সৃষ্টি।

পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়নি। আসলে বাংলাদেশ এক নতুন সৃষ্টি। কারণ পাকিস্তানের কোন আদর্শ-সংস্কৃতি বাংলাদেশ লালন করে না। পাকিস্তান মুসলিম সম্প্রদায়ের রাষ্ট্র আর বাংলাদেশ মানুষ জাতির রাষ্ট্র। যেখানে সকল ধর্মের মানুষের বসবাস।’

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.এইচ.এম.মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন।

সভাপতির বক্তৃতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.এইচ.এম.মোস্তাফিজুর রহমান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চেই দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তিনি চীর অমর, তাঁর কখনও মৃত্যু নেই।’ তিনি আরও বলেন, ‘আমার বঙ্গবন্ধুকে যাঁরা ভালোবাসেন, আমি তাঁদের ভালোবাসি।’

এর আগে সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্। এর আগে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

কালের আলো/এমএ

Print Friendly, PDF & Email