বহাল থাকল খালেদা জিয়ার জামিন
প্রকাশিতঃ 3:40 pm | March 13, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত না করে তা শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছেন চেম্বার আদালত।
দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
এতে করে খালেদা জিয়ার জামিন বহাল থাকল বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি জানান,আগামীকাল (বুধবার) এ আবেদন দুটির শুনানি হবে ।
এর আগে মঙ্গলবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চারমাসের জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক ও রাষ্ট্রপক্ষ।
দুপুরে দুই আবেদনের পক্ষে শুনানিতে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন। খালেদা জিয়ার পক্ষে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা ছিলেন।
এর আগে, সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
কালের আলো/এমএম